ED: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচী চক্রবর্তীকে ইডি-র জিজ্ঞাসাবাদ

Continues below advertisement

SSC-র নাইসার মতোই প্রাথমিক শিক্ষা পর্ষদের চাকরিপ্রার্থীদের OMR শিট মূল্যায়নের দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি।এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল এই সংস্থার নাম। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচী চক্রবর্তীকে এই সংস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল ইডি। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যর ঘাড়েই দায় চাপিয়েছেন প্রাক্তন পর্ষদ সচিব। ইডি সূত্রে খবর, রত্না বলেন,
মানিকবাবুই সব জানতেন। পুরো ডিলটাই ছিল রহস্যে মোড়া। এস বসু রায় অ্যান্ড কোম্পানি কে বা কারা চালায়, তা একমাত্র মানিকবাবু জানেন। তিনিই নির্দেশ দিতেন, তিনিই দেখা করতেন। আমরা জানতাম কনফিডেন্সিয়াল প্রসেসর বলে কাউকে মেল করা হচ্ছে এবং মেল আসছে। এর বাইরে এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামে ওই সংস্থার ব্যাপারে আমরা কিছু জানতাম না। এর আগে গত ৫ এপ্রিল, মানিক ভট্টাচার্যকে এজলাসে ডেকে পাঠিয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানি সম্পর্কে জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইসময় মানিক জানান, সংস্থার নাম শুনলেও, তিনি নিশ্চিত নন।  


প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচী চক্রবর্তীকে ইডি-র জিজ্ঞাসাবাদ
রত্না বাগচী চক্রবর্তীর কাছে এস বসু রায় অ্যান্ড কোম্পানি সম্পর্কে জানতে চাইল ইডি
 বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল এই সংস্থার নাম
 ইডি সূত্রে খবর, রত্না বলেন,মানিকবাবুই সব জানতেন
'পুরো ডিলটাই ছিল রহস্যে মোড়া'
'মানিকবাবুই নির্দেশ দিতেন, তিনিই দেখা করতেন'
'আমরা জানতাম কনফিডেন্সিয়াল প্রসেসর বলে কাউকে মেল করা হচ্ছে'
'গত ৫ এপ্রিল, মানিক ভট্টাচার্যকে এজলাসে ডেকে একই কথা জানতে চান বিচারপতি'
'সেইসময় মানিক জানান, সংস্থার নাম শুনলেও, তিনি নিশ্চিত নন'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram