Tathagata Roy: ইডি-সিবিআই তো সরকারের কাজ, এটা থেকে দূরত্ব রাখতে হবে: তথাগত রায়। ABP Ananda Live

Continues below advertisement

Tathagata Roy: বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক তথাগত রায় (Tathagata Roy)। 'লোকসভা ভোটের প্রচারের ইস্যু নেই, পদ নিয়েই ব্যস্ত'। বঙ্গ বিজেপিকে দিশেহারা অবস্থার অভিযোগে বিস্ফোরক তথাগত রায়। 'মানুষের কাছে নয়, দলের দায়িত্ব কুক্ষিগত করাটাই এখন কাজ'। 'সংগঠনকে ধরে রাখার জন্য নীতির জন্য কোনও চিন্তাভাবনাই নেই'। 'অভিষেক বলছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু বলা হচ্ছে না হিসেব দিচ্ছো না'। 'বাংলার ১৮জন সাংসদ থেকেও মহুয়া নিয়েও বলতে হচ্ছে নিশিকান্ত দুবেকে' (Nishikant Dubey)। বঙ্গ বিজেপির (BJP) ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি । 'ইডি (ED)-সিবিআই (CBI) তো সরকারের কাজ, এটা থেকে দূরত্ব রাখতে হবে' । 'সংগঠন নিয়ে বঙ্গ বিজেপিতে কোনও চিন্তাভাবনা নেই, যে যা মনে করে, তাই করে'। 'সংগঠনের কোনও নীতি না থাকায় ক্ষতি হচ্ছে বঙ্গ বিজেপির'। নীতিহীনতার অভিযোগে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তীব্র আক্রমণে তথাগত রায়। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram