Recruitment Scam: শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের অফিস ডেটা মাইন | ABP Ananda Live
Continues below advertisement
Recruitment Scam: 'অয়ন শীলের অফিস ডেটা মাইন!'বহিষ্কৃত তৃণমূল নেতা (TMC) শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের অফিস ডেটা মাইন (Deta Mine)! নিয়োগ দুর্নীতির তদন্তে বহু ঘণ্টা তল্লাশি চালিয়ে এমনই বিস্ফোরক দাবি ইডির (ed)। সূত্রের দাবি, প্রোমোটারের অফিস থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০০টি এএমআর শিট, ৫৫ থেকে ৬০ কোটি টাকা লেনদেনের নথি, ক্যান্ডিডেট লিস্ট, অ্যাডমিট কার্ড-সহ বিভিন্ন নথি। সল্টলেকে শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের এই অফিসই কি নিয়োগ দুর্নীতির কন্ট্রোল রুম? উঠছে প্রশ্ন। অয়ন শীলের সল্টলেকের ভাড়া নেওয়া অফিসে, শনিবার রাত থেকে তল্লাশি অভিযান চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! সল্টলেকে প্রোমোটার অয়ন শীলের ভাড়া করা অফিস থেকে সাড়ে তিনশো থেকে চারশোটি OMR শিট, চাকরিপ্রার্থীদের তালিকা, অ্যাডমিট কার্ড ডিজিটাল নথি পেয়েছে ইডি।
Continues below advertisement