Anubrata Mondal: গরুপাচারের টাকাতেই কোটিপতি অনুব্রত? ৬ দিনে কেনেন কোটি কোটির সম্পত্তি! দাবি ইডির
দীর্ঘ টানাপোড়েনের পর দিল্লি যেতেই হয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। গরুপাচার মামলার তদন্তে ফের তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মাত্র ছয় দিনে অনুব্রত প্রায় সাড়ে ৬ কোটি টাকার সম্পত্তি কেনেন বলে দাবি তদন্তকারীদের। শুধু তাই নয়, বীরভূমের (Birbhum News) তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত, এই পুরো লেনদেনই নগদে সারেন বলে দাবি করা হয়েছে। এত টাকা কোথা থেকে হাতে পেলেন অনুব্রত উঠছে প্রশ্ন (cattle Smuggling Case)।