Morning Headlines: নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটির চাকরি বিক্রি করেছিল শান্তনু-ঘনিষ্ঠ অয়ন, বিস্ফোরক ইডি

Continues below advertisement

কুন্তলের পর এবার শান্তনু-ঘনিষ্ঠ অয়ন। বান্ধবী শ্বেতার জন্য টলিউডেও লগ্নি! লকডাউনের সময় শ্যুটিং শুরু হলেও আর হয়নি শেষ। 

 পঞ্চায়েতের সামান্য কর্মী থেকে শান্তনুর মতোই রকেট গতিতে  উত্থান! অয়নের হাত ধরেই রুপোলি দুনিয়ায় শ্বেতার প্রবেশ। 

প্রথম পোস্টিং হুগলির পঞ্চায়েত দফতরে। ইঞ্জিনিয়ার ছিলেন কামারহাটি পুরসভাতেও। শ্বেতাকে নিয়ে বাড়ছে রহস্য়। গাড়ি, লক্ষ লক্ষ টাকা লেনদেনে ইডির নজর।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram