Recruitment Scam : নিয়োগে দুর্নীতিতে একা অয়নই তুলেছিলেন ২০০ কোটি ! চাঞ্চল্যকর দাবি ইডি-র

স্কুল ও পুরসভায় নিয়োগে দুর্নীতিতে (Recruitment Scam) একা অয়নই  (Ayan Seal) ২০০ কোটি টাকা তুলেছিলেন, এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি (ED)। ইডি সূত্রে দাবি, পুরসভায় নিয়োগে সুপারিশের তালিকা আসত বিধায়কদের কাছ থেকে। পুরপ্রধান মারফত সেই তালিকা চলে যেত শান্তনু বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ প্রোমোটার ধৃত অয়ন শীলের কাছে। দক্ষিণ দমদম পুরসভার সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে, তেতে ওঠে নাগেরবাজার চত্বর (Nagerbazar)।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola