Recruitment Scam: '৬০টিরও বেশি পুরসভায় বেআইনি নিয়োগ, মিলেছে ৫ হাজার প্রার্থীর তথ্য' বিস্ফোরক ইডি

Continues below advertisement

Recruitment Scam:  'সোনার খনির (Gold Mine) কথা বলেছিলাম, এবার বোঝা যাচ্ছে খনি থেকে কী কী বেরোচ্ছে'। ৩৭ ঘণ্টা অভিযানের পরে শান্তনু (Shantanu Banerjee) ঘনিষ্ঠ প্রোমোটারকে হেফাজতে চেয়ে বিস্ফোরক ইডি (ed) 'প্রথমে ভেবেছিলাম এসএসসি, এখন দেখছি সব সরকারি অফিসেই দুর্নীতি'(Scam)। '৬০টিরও বেশি পুরসভায় বেআইনি নিয়োগ, মিলেছে ৫ হাজার প্রার্থীর তথ্য'। পার্থ চট্টোপাধ্যায়-কুন্তল ঘোষের মিডলম্যান ছিলেন অয়ন শীল, দাবি ইডির 'রাজ্য ছড়িয়ে নিয়োগ দুর্নীতির চক্র, বাঁচাতে পারেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ'।'পুরসভায় টাইপিস্টের চাকরিও বিক্রি হয়েছে, তথ্য দেখছে শিউরে উঠবেন'। 'এমআর শিট তৈরি থেকে পরীক্ষা পরিচালনা, সব কিছুর বরাত পেয়েছিলেন একজন।''মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, শিউরে ওঠার মতো তথ্য মিলেছে''যা তথ্য প্রমাণ মিলেছে, তা প্রকাশ্য আদালতে বলা যাবে না',শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীলকে হেফাজতে চেয়ে বিস্ফোরক দাবি ইডির

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram