Cow Smuggling : BSF-এর যোগসাজশেই গরুপাচার, ইডির চার্জশিটে বিস্ফোরক দাবি
ইডির চার্জশিটে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তির উল্লেখ রয়েছে, খবর সূত্রের। সায়গলের মোবাইলে আসা একাধিক ফোন কলের রেকর্ড নিয়ে প্রশ্নের উত্তরে বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন তিনি, এমনই শোনা যাচ্ছে। গরুপাচারকারীরা তাঁর ফোনের মাধ্যমেই কথা বলতে অনুব্রতর সঙ্গে, স্বীকার করেছেন সায়গল, বলছে সূত্র। এমনকি একাধিক তৃণমূল বিধায়ক, নেতা, পুলিশ অফিসাররাও অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তাঁকেই ফোন করতেন, দাবি সায়গলের। চার্জশিটে সায়গল ও গরু পাচারকারীদের সঙ্গে কথোপকথনের কল রেকর্ডও জমা দেওয়া হয়েছে, খবর সূত্রের।