Kalighater Kaku: চাকরি বিক্রিতে কালীঘাটের কাকুই কিং পিন, সুজয়ের নির্দেশেই ভাগের বখরা পার্থকে, দাবি ইডির
কুন্তল ঘোষ বয়ানে জানিয়েছেন, টেট পরীক্ষার্থীদের চাকরির জন্য তিনি সত্তর লক্ষ টাকা দিয়েছিলেন কালীঘাটের কাকুকে। এর মধ্য়ে সুজয়কৃষ্ণ ভদ্রের কথামতো, দশ লক্ষ টাকা দেওয়া হয়েছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে। কালীঘাটের কাকুকে কোর্টে পেশ করে এমনই চাঞ্চল্য়কর দাবি করল ইডি। তাদের আরও দাবি, একাধিক হোয়াটস অ্য়াপ চ্য়াট রিট্রিভ করে জানা গেছে, মানিক ভট্টাচার্যের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কালীঘাটের কাকুর। দু হাজার চোদ্দ সালের টেটের মার্কশিট, অ্যাডমিট সংক্রান্ত বিভিন্ন নথি মানিককে পাঠিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এক সিভিক ভলান্টিয়ারকে মোবাইলের সব ডেটা ডিলিট করারও নির্দেশ দিয়েছিলেন তিনি!