Job Scam: ১৯ নয়, ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছেন কুন্তল ঘোষ, সব হিসেব লেখা ফ্ল্যাটে পাওয়া ডায়েরিতে, আদালতে দাবি ইডির
ইডির (ED) হাতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষের নিশানায় তাপস মণ্ডল। পাল্টা তাপসের নিয়োগ টোপে টাকার অভিযোগ কুন্তলকে নিয়ে। প্রশ্ন ঘুরপাক, কে নিয়েছে টাকা ? নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার যুব তৃণমূল নেতা। ১৯ নয়, ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছেন কুন্তল ঘোষ। সব হিসেব লেখা ফ্ল্যাটে পাওয়া ডায়েরিতে, আদালতে দাবি ইডির।