ED : 'লিপস অ্যান্ড বাউন্ডসে' তল্লাশির সময় মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন এক অফিসার, ব্যাখ্যা ইডির

'লিপস অ্যান্ড বাউন্ডসে'র (Leaps And Bounds) অফিসের কম্পিউটারে ফাইল ডাউনলোড বিতর্কে ব্যাখ্যা দিল ইডি (ED)। সূত্রের খবর, এই ব্যাপারে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে তারা। তল্লাশির সময়, মেয়ের হস্টেলের খোঁজ করছিলেন এক অফিসার। সেই সময় ওয়েবসাইট থেকে ১৬টি ফাইল, কোনওভাবে ডাউনলোড হয়ে যেতে পারে। চিঠিতে এমনটাই জানানো হয়েছে বলে ইডি সূত্রের খবর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola