ED: কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের ED-র। ABP Ananda Live
ভোটের আগে এবার আরেক বিরোধী মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে সক্রিয় ED। সূত্রের খবর, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা বিজয়নের আর্থিক তছরুপের মামলা দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি। ED-র অভিযোগ, একটি বেসরকারি খনিজ সংস্থা বেআইনিভাবে কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ের তথ্যপ্রযুক্তি সংস্থাকে টাকা দিয়েছে। সেই কারণেই বীণা বিজয়নের বিরুদ্ধে PMLA মামলা দায়ের করা হয়েছে।