Garden Reach Raid: নামে-বেনামে ১৪৭টি অ্যাকাউন্ট? মোবাইল অ্য়াপ প্রতারণা তদন্তে চাঞ্চল্যকর তথ্য, দাবি ইডি-র

Continues below advertisement

গার্ডেনরিচে টাকার পাহাড়! নামে-বেনামে ১৪৭টি অ্যাকাউন্ট? গার্ডেনরিচে সাদামাটা বাড়িতে খাটের নীচে ১৭ কোটি ৩২ লক্ষ! ‘৫টি ব্যাঙ্কে ফেরার ব্যবসায়ী আমির খানের নামে-বেনামে অজস্র অ্যাকাউন্ট!’ ‘ফেডারেল, আইসিআইসিআই, ইয়েস ব্যাঙ্ক-সহ ৫টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট!’ ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধারে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে, খবর সূত্রে। ‘ই নাগেটস ছাড়াও আরও ২টি অ্যাপ খুলে প্রতারণার জাল, জেনেছে ইডি।সূত্রের খবর,  ‘লাকি সিটি‘, ‘আও আমাজন‘ নামে আরও দুটি অ্যাপে প্রতারণা করা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram