Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জোড়া তদন্তকারী অফিসারকে নিয়োগ করল ইডি | ABP Ananda LIVE

Continues below advertisement

নিয়োগ দুর্নীতির তদন্তে এবার জোড়া তদন্তকারী অফিসারকে নিয়োগ করল ইডি । মিথিলেশ কুমারের জায়গায় গ্যাংটক থেকে আসছেন রাজেশ কুমার । রাজেশের সঙ্গে থাকছেন কলকাতার এক তদন্তকারী অফিসার মুকেশ কুমার । গতকাল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এই মুকেশ কুমারই জিজ্ঞাসাবাদ করেছেন, খবর সূত্রের । 'তদন্তের জন্য অযোগ্য মিথিলেশ কুমার, বাংলার কোনও তদন্তের ভার তাঁকে দেওয়া যাবে না' । বিচারপতি অমৃতা সিন্হার এই রায় ও পর্যবেক্ষণ নিয়ে পুনর্বিচারের আর্জি ইডি-র । আগামীকাল এই নিয়ে কলকাতা হাইকোর্টে হবে শুনানি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram