Ekhon Kolkata: ১৪ দিনের হেফাজতে চেয়ে মানিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডি-র। Bangla News
Continues below advertisement
১৪ দিনের হেফাজতে চেয়ে মানিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডি-র। ‘মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ’। ‘২০১৮ সালে বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউটের থেকে নেওয়া হয় টাকা’।‘মানিকের পরিবারের সদস্যদের বেনামে জয়েন্ট অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে’।‘মানিকের কম্পিউটারের ২টি ফোল্ডারে ৬১ জনের নাম পাওয়া গেছে’। ‘৬১ জনের মধ্যে ৫৫ জনের থেকে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে’। ‘যাঁরা ঘুষ দিয়েছে, তাঁরাই চাকরি পেয়েছে’। ‘যাঁরা ঘুষ দেয়নি, তাঁরা রাস্তায় বসে পুজোর সময়ও ধর্না দিচ্ছে’। ‘মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠি মানিকের বাড়ি থেকে উদ্ধার’। ‘মাথাপিছু ৭ লক্ষ টাকা করে নিয়ে ৪৪ জনকে চাকরি, উল্লেখ চিঠিতে’। আদালতে দাবি ইডি-র আইনজীবীর
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Manik Bhattachariya TET Corruption Case