Recruitment Scam:সম্পত্তি ও টাকার উৎস কী? নিয়োগ দুর্নীতিকাণ্ডে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে জানতে চাইতে পারে ইডি
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করেছে ইডি। এর আগে তাঁর বেহালার বাড়ি, ফ্ল্যাট ও অফিসে ম্যারাথন তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি, ৩টি কোম্পানির সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। গত এক সপ্তাহ ধরে ওই সমস্ত কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সূত্রের খবর, সেইসব বয়ান সামনে রেখেই আজ সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডি-র দাবি, তল্লাশিতে মিলেছে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। সূত্রের খবর, এই সমস্ত সম্পত্তি কার টাকায় কেনা হয়েছিল এবং টাকার উৎস সম্পর্কে জানতে চাইবে ইডি।