Ration Scam: রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি, ৭ জায়গায় ম্য়ারাথন তল্লাশি অভিযান

রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। কলকাতা থেকে কল্য়াণী, বারাসাত থেকে বেলদা, ৭ জায়গায় ম্য়ারাথন তল্লাশি অভিযান চালালেন ইডির আধিকারিকরা। এরমধ্য়ে একাধিক ব্য়বসায়ীর বাড়ি, গুদাম, রেশন ডিলার-ডিস্ট্রিবিউটরদের বাড়িতে হানা দেন ইডি অফিসাররা। কল্য়াণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে চলে তল্লাশি। শুক্রবার সাত সকালে, জয়নগর থানার বহড়ু বাজার এলাকায়, রেশন ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা।                                                                                            

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola