Ruplekha Mitra: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ ইডির | ABP Ananda LIVE

Continues below advertisement

ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রী রূপলেখা মিত্রকে জিজ্ঞাসাবাদ ইডির । গতকাল সিজিও কমপ্লেক্সে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ রুপলেখা মিত্রকে । প্রতারণায় অভিযুক্ত 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে'র অন্যতম ডিরেক্টর ছিলেন রুপলেখা । সিটিং ডিরেক্টর ছিলেন, সাইনিং অথরিটি ছিলেন না বলে দাবি রূপলেখার । 'ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা কোথায় গেল?' । 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের বোর্ড মিটিংয়ে কারা থাকতেন?' । রূপলেখা মিত্রকে প্রশ্ন ইডি-র: সূত্র । এই মামলায় ইতিমধ্যেই তৃণমূল সাংসদ নুসরতকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram