'রেশন দুর্নীতির টাকায় তিনিও কি লাভবান হয়েছিলেন?' ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের মুখে জ্যোতিপ্রিয়র PA অমিত দে
রেশন (Ration Scam) বণ্টন দুর্নীতি মামলায় ফের ইডি (ED) দফতরে তলব করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়ককে। গতকালও অমিত দে ইডি আধিকারিকদের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। 'বাকিবুরের মাধ্যমে তিনি টাকা তুলেছিলেন কি না? রেশন দুর্নীতির টাকায় তিনিও কি লাভবান হয়েছিলেন?' জ্য়োতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে'র কাছে জানতে চান আধিকারিকরা, খবর ইডি সূত্রে।