Shantanu Banerjee: শান্তনুর বাজেয়াপ্ত দুটি মোবাইল থেকেও মিলেছে তথ্য, আজ ফের আদালতে পেশ | Bangla News
Continues below advertisement
Recruitment Scam: নিয়োগ দুর্নীতি (Recruitment scam ) মামলায় হুগলি জেলা পরিষদের (Hoogly Zila Pasishad) কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা (TMC Youth leader) শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) আজ ফের ব্যাঙ্কশাল আদালতে (Bankshall court) পেশ । শান্তনু বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর আত্মীয়দের নামে কী সম্পত্তি আছে রেজিস্ট্রি অফিসের কাছে জানতে চাইল ইডি। শান্তনু কোনও তথ্য গোপন করছেন কিনা সেটা জানতেই এই উদ্যোগ বলে খবর ইডি সূত্রে। শান্তনুর বাজেয়াপ্ত করা দুটি মোবাইল (Mobile) থেকেও মিলেছে নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য। একাধিক ব্যক্তির সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে চ্যাট করেছেন শান্তনু। মোবাইলের গ্যালারিতেও মিলেছে নিয়োগ সংক্রান্ত তথ্য এবং সম্পত্তির হদিশ। এই তথ্যগুলি সামনে রেখেই আজ শান্তনুকে জেরা করা হবে বলে ইডি সূত্রে খবর।
Continues below advertisement