ED Raid: কলকাতায় বিল্ডারের বাড়ি, অফিসে ED-র হানা।Bangla News
কলকাতার নামী বিল্ডারের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান। আজ সকালে ৫টি দলে ভাগ হয়ে বিল্ডার অভিজিৎ সেনের সাউথ সিটি আবাসনের ফ্ল্যাট, দেশপ্রিয় পার্কের অফিস, যোধপুর পার্কের পুরনো বাড়িতে অভিযান চালান ইডি-র আধিকারিকরা। ইডি-র দাবি, বহু প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকা বাজারে খাটাতেন বিল্ডার অভিজিৎ সেন। এই অভিযোগ পেয়েই তল্লাশি অভিযান, দাবি ইডি-র।
Tags :
ED Kolkata ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ED Raid কলকাতা Deshapriya Park কলকাতা এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ইডি ইডি-র তল্লাশি অভিযান South City Flat Raid