ED Raid: ট্যাব কেলেঙ্কারির মধ্যেই শিরোনামে লটারি, দুর্নীতির তদন্তে হদিশ টাকার পাহাড়ের

Enforcement Directorate: ট্যাব কেলেঙ্কারির মধ্যেই শিরোনামে লটারি, দুর্নীতির তদন্তে হদিশ টাকার পাহাড়ের। কলকাতার সঙ্গে চেন্নাইতেও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইডি। আনা হয়েছে দুটি টাকা গোনার মেশিন। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৩ কোটি টাকা, চলছে টাকা গোনার কাজ।  

 

কাজের দিন অফিস টাইমে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর স্টেশনে রেল অবরোধ। ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ কাটছাঁট করায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। যাত্রীদের অভিযোগ, প্রায় দিনই বনগাঁ-মাঝেরহাট লোকাল বারাসাত পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এর ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। প্রতিবাদে এদিন সকাল ৮টা ১০ থেকে অশোকনগর স্টেশনে শুরু হয় রেল অবরোধ। আটকে পড়ে একের পর এক আপ ও ডাউন ট্রেন। লেভেল ক্রসিংয়ের গেট না খুলতে পারায় যশোর রোডেও যানজট তৈরি হয়। গাড়ির লাইন পড়ে যায়। বহু মানুষ ভোগান্তির শিকার হন। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola