Recruitment Scam: সকাল থেকে শহরে হানা ইডি-র, প্রসন্ন রায়ের ৬টি ঠিকানায় তল্লাশি। ABP Ananda Live
Continues below advertisement
Enforcement Directorate: সকাল থেকে শহরে (Kolkata) ফের হানা ইডি-র (ED Raid In Recruitment Scam)। শিক্ষায় নিয়োগ দুর্নীতি Recruitment Scam) মামলায় ফের অভিযান। 'মিডলম্যান' প্রসন্ন রায়ের মোট ৬টি ঠিকানায় ইডি-র অভিযান, নিউটাউনের আবাসনে প্রসন্ন রায়ের দুটি ফ্ল্যাটে অভিযান ইডি-র। প্রায় আধ ঘণ্টা প্রসন্ন রায়ের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকার পরও সেখানে ঢুকতে পারেননি কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সূত্রের খবর, কেয়ারটেকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি চাবি নিয়ে এলে তল্লাশি চালানোর কথা। ABP Ananda Live
Continues below advertisement