ED Raid: লটারি-কাণ্ডে ED-র ম্যারাথন অভিযান, প্রায় ৯ কোটি বাজেয়াপ্ত ! | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: লটারি-কাণ্ডে ED-র ম্যারাথন অভিযান, ৮ কোটি ৮০ লক্ষ বাজেয়াপ্ত। কলকাতা-চেন্নাইয়ের ২০ জায়গায় তল্লাশি, প্রায় ৯ কোটি বাজেয়াপ্ত! লেক মার্কেট-সহ কলকাতার ৩ জায়গায় কেন্দ্রীয় বাহিনীর অভিযান। লটারির অফিসে ED ম্যারাথন অভিযান, ৮ কোটি ৮০ লক্ষ টাকার হদিশ । 

আরও খবর.

'বৈদ্যবাটি পুরসভা লোকের বাড়ি কার্তিক ফেলছে! ' তৃণমূল কাউন্সিলরের ফেসবুক পোস্ট প্রকাশ্যে এল ঘটনা।  কাউন্সিলর প্যাডে কার্তিক ফেলার খরচ চেয়ে চিঠি দিয়ে বিতর্কে চুপ কাউন্সিলর।চেয়ারম্যান,বিধায়ক বললেন এটা ঠিক হয়নি।বিজেপির দাবি কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা। কার্তিক ফেলেও তোলাবাজি করছে।

আজ বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকী। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ধুমধাম করে অনুষ্ঠান য় পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত হন রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন আদিবাসী মহিলাদের সঙ্গে হাতে হাত ধরে, বাজনার তালে নৃত্যে মেতে ওঠেন হুগলির সাংসদ।এইদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মিতালী বাগ, বিধায়ক অসীমা পাত্র, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, গ্ৰমীন পুলিশ সুপার কামনাষিস সেন সহ জেলার অন্যান্য আধিকারিকরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola