Ed Raid: লোকসভা ভোটের আগে গরু, কয়লা, নিয়োগ, রেশনের পর এবার ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে ইডি
Continues below advertisement
ABP Ananda LIVE: শিক্ষা থেকে পুরনিয়োগ (Recruitment Scam), গরু-কয়লা পাচার থেকে রেশন দুর্নীতি (Ration Scam) রাজ্যের একের পর মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। এবার লোকসভা ভোটের (Lok Sabha Vote 2024) আগে ১০০ দিনের কাজে দুর্নীতির (100days work scam)অভিযোগেরও তদন্তে নামল কেন্দ্রীয় সংস্থা। মঙ্গলবার চার জেলার ছয় জায়গায় তল্লাশি চালাল ইডি। আর মোদি সরকারের এজেন্সির আরও এক অভিযান নিয়ে এদিন ফের উত্তপ্ত হল বঙ্গ রাজনীতি।
Continues below advertisement