ED Raid: ২০২১ সালে আমি এই ব্যবসা থেকে সম্পূর্ণ রূপে বেরিয়ে আসি : জাহাঙ্গির আলম | ABP Ananda Live
ABP Ananda Live: ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের চালকলে ED। কাইজারের ভাই জাহাঙ্গির আলমের চালকলে আসতেন বারিকও, দাবি তদন্তকারী সংস্থার। কাইজারের ভাইয়ের চালকলে ED । '২০২১ অবধি এটা ঠিক ছিল। ২০১৬ সালে এই মিল চালু হয়। ২০২১ সালে আমি এই ব্যবসা থেকে সম্পূর্ণ রূপে বেরিয়ে আসি কারণ আমার এই ব্যবসা ভালো লাগছিল না। আইনত যে ব্যবস্থা নেওয়ার সেটা নিক । জানালেন জাহাঙ্গির আলম'।
আরও খবর, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ট বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সোমবার গভীর রাতেই তল্লাশিতে বের হন তদন্তকারীরা। রেশন বণ্টন দুর্নীতি তদন্তে রাজারহাট ও উত্তর ২৪ পরগনার ১০টি জায়গায় ইডি-র হানা। বসিরহাটে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি-চালকলে তল্লাশি। গরু, সোনা পাচারের পর এবার রেশন বণ্টন দুর্নীতিতে ED-র স্ক্যানারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক। সোনাপাচারের সঙ্গে কি যোগ রয়েছে রেশন দুর্নীতির কালো টাকার? তদন্তে ED ।