Tapas Roy: তাপস রায়ের বাড়ি ও অফিসে ইডি হানা, চলছে বয়ান রেকর্ড

Continues below advertisement

ABP Ananda LIVE: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বরানগরের (Baranagar) তৃণমূল বিধায়ক তাপস রায়ের(Tapas Roy) বাড়িতে হানা দিল ইডি (ED) । সূত্রের খবর, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। আজ সকাল ৬.৪০ নাগাদ তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের (Bowbazar)  বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, ১০৬ বউবাজারের বাড়িতে ঢোকার পর, সিঁড়ি দিয়ে উঠে সোজা ওপরে তাপস রায়ের ঘরে চলে যান ইডি-র আধিকারিকরা। বউবাজারের যে আবাসনে তাপস রায় থাকেন, সেখানে বাড়ির নীচেই রয়েছে তাঁর একটি অফিস। তৃণমূল বিধায়কের সেই অফিসেও এদিন তল্লাশি অভিযান চালায় ইডি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram