Abhishek Banerjee: 'সার্বিকভাবে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায়', অভিষেকের চিঠির জবাব ইডি-র

শুধুমাত্র আদালতের নির্দেশের জন্য় নয়। নিয়োগ দুর্নীতি মামলার সার্বিক তদন্তের স্বার্থেই, তাঁকে তলব করা হয়েছে এবং নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের চিঠির প্রেক্ষিতে, পাল্টা চিঠি দিয়ে, এমনটাই জানিয়ে দিল ED। এই আবহে, ইঙ্গিতপূর্ণভাবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, 'ধমকে, চমকে, আমাকে বাড়িতে বসিয়ে রাখতে পারবে না। ওরা কি মনে করেছে? হিমন্ত বিশ্বশর্মা, মুকুল, শুভেন্দুর মতো যা করেছে, আমার ক্ষেত্রে তাই করবে মনে করেছে। হয় অভিষেককে জেলে ঢোকাবো, না হয় দলে টানবো। রাজনীতি করবো না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘে কাজ করব, কিন্তু যতদিন করবো রাজনীতি, জয় বাংলা ছাড়বো না।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola