Manik Bhattachariya: মানিক ভট্টাচার্যের জামিনের আবেদনের বিরুদ্ধে সওয়াল ইডির। Bangla News
‘৩০ কোটি টাকার সম্পত্তি মিলেছে, আরও মিলতে পারে’।‘সময়সাপেক্ষ তদন্ত, প্রতিদিন দুর্নীতির অঙ্ক বেড়েই চলছে’। ‘জটিল আর্থিক দুর্নীতি, এটা একটা ধারাবাহিক অপরাধ’‘আয়কর দিলেও কেউ অপরাধের বাইরে যায় না’। মানিক ভট্টাচার্যের জামিনের আবেদনের বিরুদ্ধে সওয়াল ইডির। ‘কলা মন্দিরে শিক্ষক প্রশিক্ষণ শিবির, সেখানেই টাকার লেনদেন’। ‘কলা মন্দিরে একাধিক প্রশিক্ষণ শিবিরে মানিকের সঙ্গে থাকবেন মানিক-পুত্রও’। ‘মানিক ভট্টাচার্যের ছেলের নামে ৫০ হাজার টাকার চেক’। ‘একাধিক সংগঠনের তরফ থেকে দেওয়া হয়েছিল ৫০ হাজার করে’। মানিক-পুত্রের সংস্থাকে ৩ কোটি দেওয়ার অভিযোগ ইডির ।‘কলেজ থেকে তোলা তুলে টাকা দেওয়া হয়েছিল মানিক-পুত্রের সংস্থাকে’। প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির ।‘দুর্নীতির জন্য নষ্ট হয়েছে কয়েক প্রজন্মের ভবিষ্যৎ’। ‘শিক্ষা ব্যবস্থা নষ্ট মানে বাংলার ভবিষ্যৎ নষ্ট’। মানিক ভট্টাচার্যের জামিনের আবেদনের বিরুদ্ধে সওয়াল ইডির
এটা একটা সামাজিক আর্থিক দুর্নীতি, কোর্টে সওয়াল ইডির
।