ED: নিয়োগ দুর্নীতিকাণ্ডে শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযান ইডির

Continues below advertisement

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ( Bengal Recruitment Scam )  বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ( Shantanu Banerjee )  বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযান শুরু করল ইডি ( ED ) । বলাগড়ে শান্তনুর বাড়ির কাছেই বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল  ঘোষের ( Kuntal Ghosh )  বাড়ি। সেখানেও হানা দিতে পারেন ইডি-র অফিসাররা।

 ইতিমধ্যেই ২০টি সম্পত্তির হদিশ
ইডি-র দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই শান্তনুর ২০টি সম্পত্তির হদিশ মিলেছে। যার দাম ১০-১৫ কোটি টাকা। তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের কোটি কোটি টাকার সম্পত্তি! যা দেখে অনেকে বলছেন, সম্পত্তি কোথায়, এ তো সাম্রাজ্য়! কী নেই সেই তালিকায়!  তবে সব থেকে বেশি নজর কাড়ছে, 'দ্য স্পুন' নামে  ধাবা। একেবারে রাজকীয় আয়োজ! যাকে বলে। মালিক গ্রেফতার হওয়ার পর থেকে, এখানে আর সেভাবে দেখা যাচ্ছে না কোনও কর্মীকে। শুনশান সেই ধাবার অন্দরমহলে ঢুঁ মেরেছিল এবিপি আনন্দ। খোলা আকাশের নীচে কটেজ যেমন রয়েছে, তেমনি ধাবার একেবারে ভিতরে রয়েছে গুহার আদলে AC বার । তু, আশপাশের কোনও ব্যবসা যাতে কোনওভাবে সফল না হয়, সেজন্য় তৃণমূল নেতা শান্তনু ক্ষমতার অপব্য়বহার করতে ছাড়তেন না বলে অভিযোগ। শান্তনুর ২৫টি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। এই সমস্ত অ্যাকাউন্টে দেড় কোটি টাকা ছিল বলে ইডি-র দাবি। সূত্রের খবর, কুন্তলেরও ১০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram