Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলে ইডি-র তল্লাশি | ABP Ananda Live
Enforcement Directorate: রেশন দুর্নীতিকাণ্ডে সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলেও চলছে ইডি-র তল্লাশি । রাধাকানহাইয়া প্রাইভেট লিমিটেড, পাঁচতলা হোটেলের অংশীদার বনগাঁর বাসিন্দা চাল কল ও আটা কল মালিকরা ২০২১ সালে হোটেলের মালিকানা এই তিনজনের হাতে আসে বলে ইডি-র দাবি। সেই সূত্র ধরে মন্টু সাহা ও কালীদাস সাহার বাড়ির পাশাপাশি, সল্টলেকের সেক্টর ফাইভের হোটেলেও চলছে তল্লাশি। ইডি-র দাবি, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমানকে জেরা করে একাধিক রেশন ডিলার ও ব্যবসায়ীর নাম উঠে এসেছে