Kalighater kaku: এবার 'কালীঘাটের কাকু'কে নোটিস পাঠাল ইডি
এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'কে (Kalighater kaku) নোটিস পাঠাল ইডি (ED)। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তলব।
হদিশ পাওয়া ৩টি কোম্পানি সংক্রান্ত তথ্য সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে, খবর সূত্রের। গত এক সপ্তাহে ৩ কোম্পানির হিসাবরক্ষকদের কাছ থেকে বহু তথ্য মিলেছে, খবর ইডি সূত্রে।