Recruitment Scam: অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির | ABP Ananda Live
Continues below advertisement
ED Smmons Gopal Dolopoti: অবশেষে খোঁজ মিলল গোপাল দলপতির (Gopal Dolopoti)। ইডি (ED) দফতরে নিজেই ফোন করলেন গোপাল দলপতি (Gopal Dolopoti)। ইডি সূত্রে খবর, নিজের বয়ান (Statement) রেকর্ড করাতে চান বলে জানান তিনি। গোপাল দলপতিকে (Gopal Dolopoti) সকাল সাড়ে দশটায় ইডি-র (ED) দফতরে আসতে বলা হয়েছে। বয়ান রেকর্ডের পাশাপাশি কুন্তলের (Kuntal Ghosh) মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।
Continues below advertisement