Leaps And Bounds: হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ
Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও, ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ করল ইডি। মামলায় জড়িত চলচ্চিত্র জগতের ব্যক্তিদেরও সম্পত্তি সংক্রান্ত রিপোর্ট জমা। নিয়োগ দুর্নীতিতে এবার আর্থিক লেনদেনে যুক্ত এক অভিনেতার সন্ধান দিল ইডি। ৪৪ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছিল, আদালতে জানাল ইডি। যদিও ওই অভিনেতা টাকা ফেরত দিয়েছেন, আদালতে দাবি ইডির।