Sujoykrishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারির ৫৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল ইডি। ABP Ananda Live
সুজয়কৃষ্ণ ভদ্রর বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিল ইডি। গ্রেফতারির ৫৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা। ১২৬ পাতার চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর। নিয়োগ দুর্নীতিতে মিলেছে ২০ কোটি টাকা লেনদেনের প্রমাণ, দাবি তদন্তকারী সংস্থার। চার্জশিটে নাম রয়েছে ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড এবং এসডি কনসালটেন্সির। সাড়ে ৭ হাজার পাতার তথ্য প্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছে চার্জশিটের সঙ্গে।এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। নিম্ন আদালতের গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুজয়কৃষ্ণ। বেসরকারি হাসপাতালে চিকিৎসা এবং অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ সুজয়কৃষ্ণ। গতকাল নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল চিকিৎসা করাতে হবে এসএসকেএম হাসপাতালেই, সেই নির্দেশকে চ্যালেঞ্জ। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা