Nusrat Jahan : ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে বসিরহাটের সংসদ নুসরত জাহানকে তলব ইডির

Nusrat Jahan : ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে আজ নুসরত জাহানকে তলব করেছে ইডি। অভিযোগ ওঠে, ২০১৪-১৫ সালে রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা, ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে অগ্রিম নেয়। মোট অঙ্ক দাঁড়ায় ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। ৯ বছরে বিনিয়োগকারীরা কেউ ফ্ল্যাট না পেলেও, সেই টাকায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্য়াট কেনেন বলে অভিযোগ। 
পাম অ্যাভিনিউয়ে ইডেন ইম্পিরিয়াল আবাসনে রয়েছে নুসরতের আড়াই হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট। সাংবাদিক বৈঠক করে দুর্নীতির অভিযোগ উড়িয়ে নুসরত দাবি করেন, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু তৃণমূল সাংসদের লোন নেওয়ার এই দাবি পত্রপাঠ খারিজ করে দেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং। গতকাল ইডি-র তলবে হাজিরা দেননি রাকেশ। উল্টে সময় চেয়েছেন। আজ নুসরত হাজিরা দেন কি না, সেটাই দেখার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola