Morning Headlines: নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেককে তলব ইডির। ABP Ananda LIVE

Continues below advertisement

 Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার অভিষেককে তলব ইডির। ১৩ সেপ্টেম্বর ইন্ডিয়ার সমন্বয় কমিটির বৈঠকের দিন কেন সমন ? ৫৬ ইঞ্চির কাপুরুষোচিত কাজ, আক্রমণ অভিষেকের।


Debangshu Bhatterjee:  ধূপগুড়ি বিজেপির হাতছাড়া, সহ্য হচ্ছে না, কটাক্ষ দেবাংশুর। অভিযুক্ত তাই ডেকেছে। কবে কখন ডাকবে, ইডির সিদ্ধান্ত, পাল্টা শুভেন্দু।


Adhir Ranjan Chowdhury:  রাষ্ট্রপতির আমন্ত্রণে জি ২০-র নৈশভোজে মমতা। না গেলে আকাশ ভেঙে পড়ত না। যোগী-অমিত শাহর সঙ্গে ডিনার করে কী বার্তা দিতে চাইছেন ? ইন্ডিয়া জোটে একসঙ্গে থাকলেও কটাক্ষ অধীরের।

Mamata Banerjee: নৈশভোজে ইন্ডিয়ার জোটসঙ্গী নীতীশ, হেমন্ত সোরেন। যোগ দিলেন কংগ্রেস শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী। দেশের স্বার্থে অগ্রাধিকার মমতার, বিজেপির হাত শক্ত করছেন অধীর, পাল্টা তৃণমূল।

G20 Summit: জল থইথই ভারত মণ্ডপম। জি২০ তহবিলের ৪ হাজার কোটির কত আত্মসাৎ মোদির ? আক্রমণ তৃণমূলের। অহঙ্কার কম কর, বুঝিয়ে দিল প্রকৃতি। আক্রমণ প্রিয়াঙ্কা গাঁধীর।
জল থইথই 'ভারত মণ্ডপম'!

G 20 Summit: রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে মোদির পুষ্পার্ঘ্যতেও ইন্ডিয়ার বদলে ভারত। বিরোধী জোট নিয়ে অস্বস্তিতেই দেশের নাম বদলাতে চাইছে মোদি সরকার, কটাক্ষ রাহুল গাঁধীর।

G 20 Summit: এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎই লক্ষ্য। দিল্লিতে জি২০ মহাযজ্ঞের সমাপ্তি ঘোষণা প্রধানমন্ত্রীর। নভেম্বরে ফের ভার্চুয়াল বৈঠকের প্রস্তাব। বিশ্ব শান্তির বার্তার মোদির।

Narendra Modi: মোদির নেতৃত্বে একতার বার্তা নিয়ে উন্নতির পথে এগিয়ে যেতে হবে, গড়তে হবে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। জি ২০ সম্মেলনের সাফল্যে প্রধানমন্ত্রীর প্রশংসায় শাহরুখ।

G 20 Summit:  জি২০ শেষ হতেই বড় ঘোষণা ভারতের। লাদাখে তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড। চিনা আগ্রাসনের পাল্টা কৌশল দিল্লির।১২ সেপ্টেম্বর শিলান্যাস করবেন রাজনাথ।

Adhir Chowdhury: পঞ্চায়েত স্থায়ী সমিতি গঠনের আগে রানিনগরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে ২ সদস্য, সংখ্যাগরিষ্ঠ শাসকদল। পুলিশ-তৃণমূলের ষড়যন্ত্র, প্রার্থীদের নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের। 

Railways:  রেল বাজেটে বিপুল বরাদ্দ, বাধা জমি অধিগ্রহণ, আটকে প্রকল্প। মুখ্যমন্ত্রীকে চিঠিতে দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রীর। রেলপথে জোড়েনি একাধিক এলাকা, ভুগতে হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে।

Morocco: ভয়াবহ ভূমিকম্পে তছনছ মরক্কো। মৃত ২ হাজার পার। আহত অসংখ্য। ধূলিসাৎ বহু বাড়ি। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram