Sandeskhali:শেখ শাহজাহানকে তৃতীয়বারের জন্য নোটিশ ইডির, হাজিরা দেবেন সন্দেশখালির বাঘ? ABP Ananda Live
Sandeskhali Chaos: শেখ শাহজাহানকে তৃতীয়বারের জন্য নোটিশ ইডির (ED)। এর আগে দুবার নোটিশ দিলেও হাজিরা দেননি সন্দেশখালির (Sandeskhali) তৃণমূল (TMC) নেতা। ৩৭ দিন পরেও অধরা শেখ শাহজাহান, খোঁজ নেই শিবু হাজরার। কাল সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক সিপিএমের। কাল সন্দেশখালি যাচ্ছে বিজেপির প্রতিনিধি দলও। ABP Ananda Live