Manik Bhattacharya: ইডি আংটি মাদুলি নিয়ে নিয়েছে, ওসব ফেরত চাই, আদালতে আবেদন মানিক ভট্টাচার্যর | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: ইডি আংটি মাদুলি নিয়ে নিয়েছে, ওসব ফেরত চাই, আদালতে আবেদন মানিক ভট্টাচার্যর । ২০২২-এর ১০ অক্টোবর গভীর রাতে কিছু ব্যক্তিগত জিনিস ইডি অফিসাররা নিয়ে নেন, আদালতে অভিযোগ মানিকের ।
'১ বছর ১০ মাস আগে গ্রেফতারের সময় আংটি মাদুলি-সহ ৬টি জিনিস নিয়ে নিয়েছে ইডি' । রাত ১২টা নাগাদ আমার কাছ থেকে কিছু জিনিস নিয়ে নেওয়া হয়, বারবার বলা সত্ত্বেও তা ফেরত দেওয়া হয়নি, অভিযোগ মানিকের । আপনি আবেদন করুন, আমি নির্দেশ দেব, জানালেন বিচারক
Continues below advertisement