Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করাতে পারল না ইডি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: নিয়োগ দুর্নীতি মামলায় এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করাতে পারল না ইডি । পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তুমুল বিরোধিতা । সাক্ষ্যগ্রহণের অনুমতি দিল না বিচার ভবনের ইডি স্পেশাল কোর্ট
মৃণ্ময় মালাকার নামে একজনের সাক্ষ্যগ্রহণ করাতে চেয়েছিল ইডি । চার্জশিটে নাম থাকা ২টি অভিযুক্ত কোম্পানির ডিরেক্টর মৃণ্ময় মালাকার । 'যে কোম্পানি অভিযুক্ত, তার ডিরেক্টরের কীভাবে সাক্ষ্যগ্রহণ?'
প্রশ্ন তুলে বিরোধিতা প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর । সাক্ষ্যগ্রহণের অনুমতি দিল না আদালত

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে দু’-দু’টো তাজা বোমা

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে দু’-দু’টো তাজা বোমা। সাতসকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়াল। তৃণমূল প্রধান বাপ্পা মণ্ডলের মা এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ির দরজা খুলে সিঁড়ির ওপরে রাখা মিষ্টির বাক্স দেখতে পান। বাক্সের মধ্যে ২টি তাজা বোমা রাখা ছিল। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে। তৃণমূল প্রধানের বাড়িতে মিষ্টির বাক্সে করে কে বা কারা বোমা রেখে গেল, তা নিয়ে ধোঁয়াশা। 

এবার রান্নার গ্যাসে বেশি ভর্তুকি দেওয়ার টোপে প্রতারণার ফাঁদ। সাড়ে ১৯ টাকার বদলে ভর্তুকি মিলবে ২০০ টাকার বেশি।
একের পর এক LPG গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে। এ নিয়ে চেতলায় আতঙ্ক ছড়িয়েছে। রান্নার গ্যাসে বেশি ভর্তুকি পাওয়ার আশায় প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram