RG Kar News: রাত্রি সাথী প্রকল্পের কাজের অগ্রগতি জানতে স্টেটাস রিপোর্ট চাইল স্বাস্থ্য শিক্ষা দফতর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজ জি কর-কাণ্ডের আবহে নারী সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে রাত্রি সাথী প্রকল্প ঘোষণা করে স্বাস্থ্য দফতর। একবছর পরে প্রকল্পের কাজে কতটা অগ্রগতি হয়েছে জানতে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও অধিকর্তাদের কাছ থেকে স্টেটাস রিপোর্ট চাইলেন স্বাস্থ্য শিক্ষা দফতরের বিশেষ সচিব।
আরও খবর....
শিক্ষিকাকে ছুটি না দেওয়ায় স্কুলে ঢুকে তৃণমূল নেতার ‘দাদাগিরি‘! মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী আর এন রায় বিদ্যানিকেতনের ঘটনা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে শাসানি শাসক নেতার। তৃণমূল নেতা সুবোধ রায় ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি। স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হুমকির ছবি ভাইরাল। জেলা স্কুল পরিদর্শক ও হবিবপুরের BDO-কে অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার। পাল্টা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতার
ইডির ওপর হামলার ঘটনার তদন্ত, ফের সন্দেশখালিতে CBI । সন্দেশখালির সরবেড়িয়ায় CBI-এর তদন্তকারীরা। সরবেড়িয়ার বাসিন্দাদের সঙ্গে কথা CBI-এর। ৫ জানুয়ারি, ২০২৪: সন্দেশখালিতে আক্রান্ত ED। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ED। পরে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে।