Recruitment Scam: চাকরিহারাদের নিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী-এসএসসির চেয়ারম্যান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অবশেষে ১২ জনকেই বৈঠকে থাকার অনুমতি । চাকরিহারাদের নিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী-এসএসসির চেয়ারম্যান । বিকাশভবনের বাইরে চাকরিহারাদের ভিড় । বৈঠকের দিকে তাকিয়ে হাজার হাজার চাকরিহারা
আরও খবর..
কসবার ডিআই অফিসে আন্দোলনকারী চাকরিহারাদের বিরুদ্ধে মামলার তদন্ত করবেন তাঁদেরই লাথি মারা পুলিশ অফিসার ! বুধবার নির্মমভাবে প্রতিবাদী চাকরিহারা শিক্ষকদের লাঠিপেটা করেছিল পুলিশ । এমনকী মারল লাথিও। এই ঘটনায় যখন উত্তাল রাজ্য। সমালোচনা, কটাক্ষের বাণ চারিদিক থেকে...ঠিক সেই সময় উল্টে চাকরিহারাদের বিরুদ্ধেই দায়ের হয় জোড়া মামলা। আর এবার তাদের বিরুদ্ধে তদন্তের ভার গেল লাথি মারা পুলিশ অফিসারের ওপরই।
বুধবার কসবার ডিআই অফিস অভিযানে যান চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষকর্মীরা। তাঁরা ব্যরিকেড পেরিয়ে অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চাকরিহারাদের ওপর বেধড়ক লাঠি চার্জ করে পুলিশ। একজন চাকরিহারাকে লাথি মারতে দেখা যায় কসবা থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। বুধবারের ঘটনায় কসবা থানায় অভিযোগ দায়ের করে কসবার ডিআই। চাকরিহারাদের বিরুদ্ধে ৮টি ধারায় মামলা করা হয় এরমধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য। ডিআইয়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবেন এক চাকরিপ্রার্থীকে লাথি মারা পুলিশ অফিসার রিটন দাস।