Education News: শিক্ষকদের জন্য় বিশেষ কোর্স, অংশগ্রহণ করেছেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অধ্য়াপকরা

ABP Ananda Live: দীনবনধু অ্য়ানড্রুস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্য়ান্ড ম্য়ানেজমেন্টে আয়োজিত হল শিক্ষকদের জন্য় বিশেষ কোর্স। যেখানে অংশগ্রহণ করেছেন বিশ্বভারতী, ম্য়াকাউট, ISI-র মতো প্রতিষ্ঠানের অধ্য়াপকরা। ৩রা ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কোর্সটি।

তৃণমূলে 'টাকার খেলা', বিতর্কের মুখে সুব্রত বক্সীকে চিঠি লিখলেন মদন; কী বললেন ?

'তৃণমূলে ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। কেউ রাতারাতি একশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন!' দলের একাংশকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য় করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলীয় পদ পেতেও টাকার খেলা চলছে বলে অভিযোগ কামারহাটির বিধায়কের। পাশাপাশি, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের সুরেই মন্ত্রীদের একাংশকে আক্রমণ করেছেন মদন মিত্র।

'তৃণমূলে টাকা ছাড়া কোনও কাজ হয় না!' বিরোধীরা দীর্ঘদিন ধরে বারবার এই অভিযোগ করে আসছে। কিন্তু দিনকয়েক আগে খোদ মদন মিত্র যা বলেন, তা বিস্ফোরক! তিনি বলেন, "দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। আমি মদন মিত্র একটা MLA ছিলাম, আমার কোনও ক্ষমতাই ছিল না। রাতারাতি আমি এখন ১০০ কোটি টাকার মালিক হয়ে গেছি। তা এখন আমার পদ চাই। তা আমি বললাম ভাই আমায় একটা মন্ত্রী করে দে। না ভাই, মন্ত্রী হতে গেলে, ভাল মন্ত্রী হতে গেলে ১০ কোটি লাগবে, আমি ১০ কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হল কী হল না পরের কথা। যদি হয়ে গেলাম তাহলে ১০ কোটি থেকে ২০ কোটি বানালাম, আর যদি না হলাম ১০ কোটি চলে গেল। এফআইআর করা যায় না। কারণ, এর মধ্যে এর কোনও ডকুমেন্টস নেই।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola