RG Kar Live: আরজি করে হত্যা রহস্য, টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ABP Ananda Live

ABP Ananda LIVE: আরজি কর হাস আর জি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে গেলেন। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান উঠল। হাসপাতালের যে ১৮টি বিভাগে ভাঙচুর চলেছে, তা ঘুরে দেখলেন রাজ্যপাল। বিচার হবে বলে পড়ুয়াদের আশ্বাস দিলেন।তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন। বুধবার রাতে তাণ্ডব আরজি কর হাসপাতালে। নিরাপত্তার দাবিতে বিক্ষোভ নার্সিং স্টাফদের। যোগ দেন জুনিয়র ডাক্তাররাও। ক্ষোভে ফুঁসছেন নার্সিং স্টাফরা। সকলের দাবি পুলিশকেই নিরাপত্তা দিতে হয়েছে আমাদের। পুলিশ গিয়ে বাথরুমে লোকানোর জায়গা চেয়েছিলেন বলেও জানিয়েছেন নার্সিং স্টাফরা। তাঁদের অভিযোগ পুলিশের সামনে পুলিশের সাহায্যেই চলেছে এই হামলা। মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলল কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। জাতীয় পতাকা নিয়ে ‘জাস্টিস চাই’ স্লোগান দিয়ে রড, কাচের বোতল, ইট হাতে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বর থেকে শ্যামবাজার পর্যন্ত গোটা এলাকা ঘণ্টাতিনেক ধরে হয়ে উঠেছিল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। ভাঙচুর চলল হাসপাতালের ইমার্জেন্সি, HDU, ENT বিভাগ, নার্সিং স্টাফদের ঘর, মেডিসিন স্টোর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola