Egra bomb blast: এগরার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল, NIA তদন্তের দাবি

এগরার (Egra bomb blast) ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল। মৃত্যু হয়েছে অনন্ত ৯ জনের। বাজি কারখানায় বিস্ফোরণের তীব্রতায় মৃতদেহ ছিটকে গিয়ে পড়ল পুকুর, রাস্তায়। বাজির কারখানার আড়ালে বোমা তৈরি হত বলে দাবি স্থানীয়দের। অবৈধভাবে চলছিল বাজি কারখানা, বক্তব্য পুলিশ সুপারের। এগরায় বিস্ফোরণের ঘটনায় একযোগে এনআইএ তদন্তের দাবি করল সিপিএম এবং বিজেপি। এনআইএ তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। পাল্টা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা NIA বলে চিৎকার করছে, আমাদের কোনও আপত্তি নেই, কারণ আমাদের কেউ জড়িত নয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola