Egra Election: সমবায় ভোট ঘিরে উত্তপ্ত এগরা, পুলিশের সামনেই TMC-BJP ধস্তাধস্তি

ABP Ananda Live: সমবায় ভোট ঘিরে উত্তপ্ত এগরা। পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি। কাঁথিতে সমবায় ব্যাঙ্কের ভোট শুরু হতেই তৃণমূল-বিজেপি সমর্থক হাতাহাতি, ধস্তাধস্তি। পুলিশের সামনেই বিজেপি নেতাকে হুঁশিয়ারি সুপ্রকাশ গিরির।

 

'আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি', জানাল সিবিআই

'আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও আমাদের তদন্ত তাই বলছে।' কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি ও স্টেটাস রিপোর্ট জমা দিয়ে এমনটাই জানাল সিবিআই। যদিও কবে তদন্ত শেষ হবে, সে প্রশ্নের নির্দিষ্ট উত্তর দিতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। বিচারপতির প্রশ্নে তারা জানায়, ঘটনার পরে তথ্যপ্রমাণ লোপাট-সহ অন্য অপরাধে কারা যুক্ত, সেটাই এখন দেখা হচ্ছে।

টিফিন বক্সে পেঁয়াজের খোসার মধ্যে লুকোনো সিম কার্ড!

টিফিন বক্সে পেঁয়াজের খোসার মধ্যে লুকোনো সিম কার্ড! জেলবন্দি স্বামীকে সিম কার্ড দিতে গিয়ে পাকড়াও স্ত্রী। জেলরক্ষীদের হাতে পাকড়াও মাদক মামলায় জেলবন্দির স্ত্রী। কৃষ্ণনগর জেলে ধৃতের কাছ থেকে উদ্ধার ১৩টি সিম কার্ড। জেলবন্দি স্বামীকে মাদক কারবারে সাহায্য় করতে সিম কার্ড দেওয়ার চেষ্টা, অনুমান পুলিশের

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola