Egra incident: এগরা বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ১১ জন

Continues below advertisement
এগরা বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ১১ জন
 
এগরা বিস্ফোরণকাণ্ডে ১৮৮৪ সালের দ্য এক্সপ্লোসিভ অ্যাক্টের ৯বি ধারা যোগ করল সিআইডি। তবে তাতে নেই NIA-র শিডিউল অপরাধের মধ্য়ে ১৮৮৪ সালের দ্য এক্সপ্লোসিভ অ্যাক্টের কোনও ধারা! ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে কি এগরা বিস্ফোরণকাণ্ডে NIA এড়ানোর চেষ্টা করা হচ্ছে? এরইমধ্যে এই ঘটনায় রাজ্যের থেকে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram