এক ঝলকে: হুগলিতে মায়ের সামনে ট্রেন থেকে পড়ে ছেলের মৃত্যু, অন্য খবর
Continues below advertisement
প্রধান বক্তা বিজেপি সাংসদ অর্জুন সিংহ সভায় নেই। তা নিয়ে মঙ্গলকোটে বিজেপির কোন্দল। মায়ের সামনে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল ছেলের। হুগলির বেহুলা ষ্টেশনের কাছে গতকাল মর্মান্তিক এই ঘটনা ঘটে। বিধানসভা ভোটে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের 'একলা চলো'। বাঁকুড়ার তালডাংরা ব্লকে রাসমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রুপোলী জগতের তারকারা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই রাজ্যে আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। বিহারের পাটনা থেকে বিশেষ ট্রেনে পাঠানো হয় সশস্ত্র জওয়ানদের (Armed Force)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বাসন্তী বিধানসভা কেন্দ্রে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। জোটের আগে ডানকুনিতে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি, সঙ্গে অন্য জেলার খবর।
Continues below advertisement
Tags :
Suvendu Adhikari Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Central Force Hooghly Bankura Dankuni Ek Jhalake Mamata Banerjee Son's Death