Ekhon Kolkata (1): মালবাজারে বিসর্জনে বিপর্যয়, কাল বাতিল জলপাইগুড়ির পুজো কার্নিভাল

Continues below advertisement

মাল নদীতে হড়পা বানের ঘটনায় এখনও নিখোঁজ বেশ কয়েকজন। উদ্ধারকাজ চালাচ্ছে NDRF। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

 

কাল জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিল। মালবাজারে বিসর্জনে বিপর্যয়, কাল বাতিল জলপাইগুড়ির পুজো কার্নিভাল। জলপাইগুড়ির পুজো কার্নিভাল বাতিলের কথা ঘোষণা জেলা প্রশাসনের। জেলার সাধারণ মানুষের অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত, জানালেন জেলাশাসক। 

 

বিসর্জনের সময় জলস্তর বাড়াতে নদীর একপাশে বোল্ডার ফেলে বানানো হয়েছিল অস্থায়ী বাঁধ। এই কারণেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছিল। মালবাজারে মর্মান্তিক দুর্ঘটনার পর, এমনটাই দাবি করছেন প্রত্যক্ষদর্শীদের একাংশ। দুর্ঘটনা না পরিকল্পিত খুন? প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। বোল্ডার না ফেললে বিসর্জনই করা যেত না, দাবি ফিরহাদ হাকিমের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram