Ekhon Kolkata (2): ইমরান খানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী
পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় ইমরানের উপর হামলা, পায়ে গুলি। ইমরানের দুই পায়েই ৩-৪টি গুলি, দাবি তেহরিক ই ইনসাফের। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি। র্যালি চলাকালীন হামলা, ইমরানের পায়ে গুলি। ইমরানের পায়ে গুলি লাগার দাবি পাক সংবাদমাধ্যমের। ইমরান খানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে, খবর পাক মিডিয়ার। পাঞ্জাব পুলিশের উপস্থিতিতে গুলি চালানো হয়েছে বলে খবর। এলোপাথাড়ি গুলিতে মৃত এক, সূত্রের খবর। এলোপাথাড়ি গুলিতে এক শিশু সহ আহত ১৫ জন, সূত্রের খবর। দুই হামলাকারী হামলা চালায়, সূত্রের খবর। দুজনের মধ্যে মৃত একজন হামলাকারী, এএফপি সূত্রে খবর। ইমরান খানকে লাহৌরে নিয়ে যাওয়া হচ্ছে। ইমরান খানের ওপর হামলায় ঘটনায় নজর রাখছে ভারত। জানালেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Imran Khan ABP Ananda Bengali News Imran Khan Injured Imran Khan Rally Firing Imran Khan Health Azadi March